Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

উপজেলার পটভূমি

ঐতিহাসিক মিঃ হলওয়েল ও মিঃ জেমস টেলার এবং আধুনিককালে আহম্মদ হাসান দানী এর মতে শীতলক্ষ্যা নদীর পূর্বতীরের বন্দরই ছিল সে সময়ের শাহ বন্দর। এতদাঞ্চলে বিভিন্ন ব্যবসার প্রসার ঘটায় এলাকাটি নদী বন্দর হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হওয়ার কারণে প্রাচীন শাহ বন্দরের নামানুসারে এলাকাটির নাম বন্দর হিসাবে দেশে-বিদেশে পরিচিতি লাভ করে। যা পরবর্তীতে ১৯৬২ সনে বন্দর পুলিশ থানায় রূপান্তরিত হয়। কিন্তু বন্দর পুলিশ থানা অঞ্চলটি ১৯৮৩ সন পর্যন্ত নারায়ণগঞ্জ মহকুমার, নারায়ণগঞ্জ সদর প্রশাসনিক সার্কেলের অন্তর্ভূক্ত থাকে এবং এর একটি বিরাট অংশ ১৯৯৩ সন পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের অংশ হিসেবে নারায়ণগঞ্জ পৌরসভার অন্তর্ভূক্ত থাকে। প্রশাসনিক বিকেন্দ্রীকরণের আওতায় ১৯৮৩ সনের ১লা আগষ্ট বন্দর উপজেলার সৃষ্টি হয়। এবং ১৯৯৩ সনে নারায়ণগঞ্জ পৌরসভার শীতলক্ষ্যা নদীর পূর্বতীরবর্তী অঞ্চল নিয়ে কদমরসুল পৌরসভা গঠিত হয়।